পাবনায় ইউএনও’র সাক্ষর জাল করে কেন্দ্র সচিবের দায়িত্ব গ্রহন করলেন সহকারী শিক্ষক
এক সহকারী শিক্ষক পাবনার সুজানগর উপজেলা নিবার্হী অফিসার সাখাওয়াত হোসেনের সাক্ষর জাল করে আসন্ন এস এস সি পরীক্ষার দুলাই কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহনের অভিযোগ পাওয়া গেছে।
পাবলিক পরিক্ষার নীতিমালা অনুযায়ী কোন কেন্দ্রের সচিবের দায়িত্ব পালন করবেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সুত্র জানায়, দুলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর্জা আবুল হাসেম। নিয়ম অনুযায়ী নিবার্হীর মাধ্যমে তারই কেন্দ্র সচিব হওয়ার কথা।
কিন্তু ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনছার কোন অসৎ উদ্দেশে নিবার্হির সাক্ষর জাল করে নিজে সচিব হয়েছেন। এ কারনে আসল ও ভুয়া সচিবের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এ জন্য পরীক্ষা বাধাগ্রস্থ হতে পারে বলে ধারনা এলাকাবাসীর।
এ ব্যপারে নিবার্হী প্রতরক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
মন্তব্য চালু নেই