পাবনার সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে লেপ বিতরণ

“স্বনির্ভরতা ও মানবসেবায় প্রতিদিন” এই শ্লোগানকে সামনে রেখে বিগত বছরের ন্যায় গতকাল শুক্রবার পাবনার সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গরীব,দুঃস্থ ও শীতার্তদের মধ্যে লেপ বিতরণ করা হয়।

ফাউন্ডেশন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম  উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডাঃ মনসুরুল ইসলাম,সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,অধ্যাপক আশরাফুল আলম মজনু, যুগ্ম সম্পাদক হাসান আলী খাঁন, রবিউল করিম হিরু, মীর নজমুল বারী নাহিদ,তথ্য ও প্রচার সম্পাদক অধ্যাপক আব্দুদ দাইন, শিক্ষা সম্পাদক ডঃ এম আব্দুল আলীম ও অধ্যাপক মিজানুর রহমান,শফিকুল ইসলাম রিপন,সাংবাদিক জয়নুল আবেদীন রানা,সাংবাদিক আবুল কাশেম,সাংবাদিক জালাল উদ্দিন,সাংবাদিক এম এ হাই ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্য বৃন্দ।



মন্তব্য চালু নেই