পাবনার সাঁথিয়ায় কোকোর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে মঙ্গলবার বাদ আছর পাবনার সাঁথিয়া পৌর বিএনপির উদ্যোগে হাফিজিয়া মদরাসা মাঠে গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

পৌর যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সেলিমের পরিচালনায় জানাযাপুর্ব বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মাওঃ মোখলেছুর রহমান, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল কদ্দুস, সাঁথিয়া পৌর বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান খোকন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল মাষ্টার, বিএনপি নেতা শাহিনুর রহমান স্বাধীন, মোত্তালিব হোসেন,সেলিম হোসেন, হাতেম আলী হাদী, আফছার আলী, রহম আলী, ওহাব আলী, আব্দুল খালেক, পৌর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুস সাত্তার, সেক্রেটারী কামরুজ্জামান বকুল, কৃষকদল নেতা আবুল বাশার, মোক্তার হোসেন, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আশিক ইকবাল রাসেল, জাসাস নেতা মিজানুর রহমান ফুল, সেচ্ছাসেবকদল নেতা সজিব মাষ্টার, ছাত্রদলনেতা জাহিদুজ্জামান রিপন, মিরাজুল ইসলাম মিরাজ,সাদ্দাম, রিয়েন সহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই