পাবনার পোল্টি খামারীরা দিশেহারা

জেলার চাটমোহর সহ এর আশে পাশের উপজেলার পোল্টি শিল্প ধ্বংসের দার প্রান্তে এসে পড়েছে।
ক্রমাগত আর্থিক লোকসান গুনতে গুনতে দিশেহার হয়ে পড়েছে খামারিরা।

একদিকে মুরগীর খাদ্য ও পথ্যের দাম বৃদ্ধি অপর দিকে উৎপাদিত ডিমের মূল্য কমে যাওয়ায় বিপাকে পড়েছে খামারীরা। এ অবস্থার জন্য অবরোধ আর হরতালকে দায়ী করলেন সংশ্লিষ্টরা।

অবরোধ হরতালের কারনে প্রতি বস্তা খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে ৫০ থেকে ৯০ টাকা। আর ডিমের দাম কমেছে ১০০ পিসে ৫০০ টাকা। অপরদিকে পরিবহন সম্যসার কারনে বৃদ্ধি পেয়েছে অষুধের দাম। আবার ডিম সরবারাহে রাস্তায় তাফালিং পার্টিকে দিতে হচ্চে টাকা।
এ সকল পরিস্থিতি থেকে পরিত্রান চান খামারিরা।

 

পাবনার চাটমোহরে যুবলীগ নেতার হাতে মার খেলো স্কুল শিক্ষক

জেলার চাটমোহর পৌর এলাকায় যুবলীগ নেতার হাতে এক শিক্ষক মার খেয়ে জখমের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আশরাফুল পৌর এলাকার জিরো পয়েন্ট এলাকায় আসলে, সেখানে থাকা স্থানীয় যূবলীগ সাধারন সম্পাদক সাইদুল সম্প্রতি স্থানীয় পত্রিকায় ঐ শিক্ষক স্বাক্ষরিত ও প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও ব্যাখ্যা প্রত্যাহারের বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ শিক্ষককে মেরে নাক ফাটিয়ে দেন। এতে ব্যাপক রক্তপাত হয়। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে উপজেলা যুবলীগ সভাপতি সাজেদুর বলেন, শিক্ষক লান্চিতের ঘটনা অনাকাংখিত, দুঃখ জনক ও নিন্দনীয়। এ ঘটনা সত্য হলে দলের ফোরামে আলোচনা হবে।
স্কুল কমিটি সভাপতি এ্যাড. সাখাওয়াত জানান, কোন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন তার বিচার করবে। এটা চরম অন্যায়।



মন্তব্য চালু নেই