পাবনার আমিনপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

আমিনপুর থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে এক অভিযান চালিয়ে, ২শত ৪ পীস ইয়াবা সহ নান্নু শেখ (২৬) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার ওসি জসিম উদ্দিন এর নির্দেশে আমিনপুর থানার এসআই রাসেল বেড়া উপজেলার নাটিয়াবাড়ি এলাকা থেকে ২শত ৪ পীস ইয়াবা সহ নান্নু শেখ কে আটক করে। আটক নান্নু শেখ রাজবারি জেলার সদর উপজেলার লক্ষিকূল গ্রামের মোবারক শেখের ছেলে।

এ ব্যপারে আমিনপুর থানায় একটি মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই