পাবনার আটঘরিয়া থানা জামে মসজিদের শুভ উদ্বোধনের করলো ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। তাই ধর্মনিরপেক্ষ সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি সকল ধর্মপ্রাণ মুসল্লীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার দুপরে পাবনা জেলার আটঘরিয়া থানা জামে মসজিদের শুভ উদ্বোধনের পর সমবেত মুসল্লীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে ভূমি মন্ত্রী এ আহ্বান জানান।
জামে মসজিদ উদ্বোধন পরে মন্ত্রী আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আঃ কুদ্দুস মোল্লার চেহলামে অনুষ্ঠানে যোগদান করেন।
ভূমি মন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানুষে মানুষে হানাহানি, ঝগড়া ফ্যাসাদ, আগুন দিয়ে মানুষ পুড়ানো এগুলো কখনও ইসলাম প্রশ্রয় দেয় না। মন্ত্রী বলেন, আশরাফুল মখলুকাত বলতে কোন জাত ধর্ম, বর্ণ বা গোত্রের মানুষকে বুঝায় না, সমগ্র পৃথিবীর মানব জাতিকে আশরাফুল মখলুকাত বুঝায়। তিনি জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখেন তবে কেন এ সাম্প্রদায়িকতা? তিনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রযুক্তিজ্ঞানসম্পন্ন আধুনিক বাংলাদেশ গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পাবনা জেলা পুলিশ সুপার মিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুন রাজিব, সহকারী পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল মো. শাহ নূর আলম পাটওয়ারী, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ লেনিন আলমগীর, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ গফুর, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলমত হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন, আওয়ামী লীগ নেতা বশীর আহমেদ বকুল ও মনসুরাবাদ রিয়েল এস্টেটের স্বত্ত্বাধিকারী আঃ লতিফ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই