পাকিস্তান সুপার লিগে দল পেলেন তিন ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর প্রথম দিনের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় বাংলাদেশের তিন ক্রিকেটার দল পেয়েছেন। সাকিব আল হাসান সবার প্রথমে প্লাটিনাম ক্যাটাগরিতে দল পান। এরপর মুস্তাফিজুর রহমান ও তামিম ইকবালকে বেছে নেয় ফ্র্যাঞ্চাইজিরা।

সাকিব আল হাসানকে ১ লাখ ৪০ হাজার ডলার ব্যয়ে দলে নিয়েছে করাচি কিংস। পাঁচ আইকন ক্রিকেটারকে দলে নেওয়ার পর ২৩ প্লাটিনাম ক্রিকেটারদের নাম পায় পাঁচ ফ্র্যাঞ্চাইজি। প্রথম কোয়েটা গ্লাডিয়েরটস পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান সারফরাজ আহমেদকে নেওয়ার পর ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কোয়াল্যান্ডার্স ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোকে দলে নেয়। চারে করাচি কিংস প্লাটিনিয়াম ক্যাটাগরি থেকে সাকিব আল হাসানকে দলে নেয়। সাকিব ছিলেন তাদের দ্বিতীয় ক্রিকেটার।

ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো ক্রিকেটার ছিল না। গোল্ড ক্যাটাগরির প্রথম রাউন্ডে সাকিবের দল করাচি কিংস পাকিস্তানের মোহাম্মদ আমিরকে দলে নেয়। দ্বিতীয় ডাকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বেছে নেয় লাহোর কোয়াল্যান্ডার্স। সবার শেষে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে বেছে নেয় পেশোয়ার জালমি।

মুস্তাফিজুর রহমান ও তামিম ইকবালের আইকন ক্রিকেটার ক্রিস গেইল ও শহীদ আফ্রিদি। সাকিবের দলের আইকন শোয়েব মালিক।

এদিকে খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার প্রথম দিন (সোমবার) তিন ক্যাটাগরির ৪৫ ক্রিকেটারকে দলে নিয়েছে পাঁচ ফ্র্যাঞ্চাইজি। মঙ্গলবার সিলভার ক্যাটাগরি ও ইমারজিং ক্রিকেটারদের দলে নেওয়া হবে। গোল্ড ক্যাটাগরিতে থাকা সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিস কোনো দল পাননি। তবে মঙ্গলবার সিলভার ক্যাটাগরিতে থাকা মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়ের দল পাওয়ার সুযোগ আছে।

প্লাটিনাম ক্যাটাগরিতে যে দলে যারা:

করাচি কিংস: সাকিব আল হাসান, শোয়েব মালিক, সোহেল তানভীর
ইসলামাবাদ ইউনাইটেড: শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক
পেশোয়ার জালমি: শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন সামি
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ
লাহোর কোয়াল্যান্ডার্স: ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল

প্লাটিনাম ক্যাটাগরিতে যে দলে যারা:

করাচি কিংস: ইমাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডল সিমন্স
ইসলামাবাদ ইউনাইটেড: স্যামুয়েল বাদ্রি, মোহাম্মদ ইরফান ও ব্রাড হ্যাডিন
পেশোয়ার জালমি: কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: আনোয়ার আলী, জেসন হোল্ডার ও লুক রাইট
লাহোর কোয়াল্যান্ডার্স: মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির মাহ ও শোয়েব মাকসুদ

গোল্ড ক্যাটাগরিতে যে দলে যারা:

করাচি কিংস: মোহাম্মদ আমির, বিলাওয়াল ভাট্টি ও জেমস ভিনস
ইসলামাবাদ ইউনাইটেড: শারজিল খান, মোহাম্মদ সামি ও খালিদ লতিফ
পেশোয়ার জালমি: তামিম ইকবাল, জুনায়েদ খান ও জিম এলিনবি
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: জুলফিকার বাবর, উমর গুল ও এল্টন চিগাম্বুরা।
লাহোর কোয়াল্যান্ডার্স: মুস্তাফিজুর রহমান, কেভিন কুপার ও ক্যামেরুন ডেলপোর্ট



মন্তব্য চালু নেই