পাকিস্তান পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেতে পাকিস্তানে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার কড়া নিরাপত্তায় পাকিস্তান পৌঁছে জিম্বাবুয়ে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরে জিম্বাবুয়ের খেলোয়াড়দের ছবি পোস্ট করে পিসিবি টুইট করেছে, ‘ছয় বছর পর ঘরের মাঠে ক্রিকেট ফিরছে।’

এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। গত বছরের ডিসেম্বরে শুধুমাত্র কেনিয়া পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে সিরিজ খেলতে সে দেশে যায়। অর্থাৎ ২০০৯ সালের পর টেস্টে খেলুড়ে দলগুলোর মধ্যে জিম্বাবুয়েই প্রথম পাকিস্তান সফরে গেল।

অবশ্য জিম্বাবুয়ের এ সফর নিয়ে বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। কারণ কয়েকদিন আগেই বন্দুকধারীদের গুলিতে পাকিস্তানে পঞ্চাশেরও বেশি মানুষ নিহত হন। ফলে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে জিম্বাবুয়েকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় পিসিবি। যার ফলেই পাকিস্তান সফরের সাহস দেখায় জিম্বাবুইয়ানরা। দুই দলের নিরাপত্তায় ৬ হাজার পুলিশ মোতায়েন করেছে পিসিবি।

এ সফরে পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে।



মন্তব্য চালু নেই