পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর তাগিদ

ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূত রাফিউজ্জামান সিদ্দিকীকে বুধবার বিকেলে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মনোয়ার হোসেন তাকে ডেকে পাঠান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসগুলোর নিরাপত্তা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেলে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, করাচিতে উপ-রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তার নজরে আনা হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, হোস্ট সরকার হিসেবে সে দেশে অবস্থিত কূটনৈতিক মিশনের সবসময়ের জন্য সুরক্ষা নিশ্চিত করা দায়িত্বের মধ্যে পড়ে।

পাকিস্তানে অবস্থিত বাংলাদেশের সবগুলো মিশনে নিরাপত্তা বাহিনীর সদস্য বাড়ানোর বার্তা দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেবার তাগিদও দেওয়া হয়।



মন্তব্য চালু নেই