‘পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তথ্য সংগ্রহ চলছে’

সরকারের নির্দেশনা পেলে পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।

রোববার দুপুরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমন্ডিস্থ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হান্নান খান বলেন, বর্তমানে তাদের বিরুদ্ধে তথ্য-উপাত্ত সংগ্রহ চলছে এবং সরকারের নির্দেশনা পেলে ও ক্ষেত্র প্রস্তুত হলে তদন্ত শুরু হবে। পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীর বিভিন্ন মহল থেকে বিচারের যে দাবি উঠেছে, তা ন্যায়সংগত। তাদের বিচার হওয়া জরুরী।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের জামায়াতের প্রাক্তন সংসদ সদস্য আব্দুল আজিজসহ ছয়জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন হান্নান খান। এ সময় তদন্ত কর্মকর্তা সানাউল হক উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই