‘পাকিস্তানের বিপক্ষে ৩০০ রানই যথেষ্ট’

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে রানের জন্য লড়তে হচ্ছে ব্যাটসম্যানদের। মাত্র ২.৬২ গড়ে রান করলেও ম্যাচে রান যথেষ্ট বলেই মনে হচ্ছে দিনের সেরা খেলোয়াড় মুমিনুল হকের।

মুমিনুলের মতে, ব্যাটে সহজে রান আসছে না, তবে উইকেটে টিকে থাকতে হবে। এমন উইকেটে পাকিস্তানের বিপক্ষে ৩০০ রানই যথেষ্ট বলে মনে করছেন তিনি।

আর দ্বিতীয় দিনে যতটা সম্ভব বেশি সময় ব্যাট করতে হবে বলেও জানান কক্সবাজারের এই ছেলে। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন মুমিনুল হক।

নিজের মতের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, ‘উইকেট বিচেনায় এ রানই ঠিক আছে। আমাদের বোলিং আগের চেয়ে অনেক ভালো। আমরা যদি সঠিক লাইন-লেন্থে সুন্দরভাবে বল করতে পারি তাহলে তিনশ’ রানই যথেষ্ট হবে। এই উইকেটে ‘স্টাম্প টু স্টাম্প’ বল করলে অবশ্যই আউট হবে।’

তবে দ্বিতীয় দিনে রানটা যতটা দ্রুত সম্ভব বড় করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। বলেন, ‘ম্যাচের দ্বিতীয় দিনে যতটা বেশি সময় সম্ভব ব্যাট করতে চায় বাংলাদেশ।’

দিনশেষে মাত্র ২.৬২ গড়ে ২৩৬ রান তুলেছে বাংলাদেশ। ম্যাচের আগেই এমন পরিকল্পনা ছিল কি না জানতে চাইলে মুুমিনুল বলেন, ‘এই উইকেটে রান করাটা অনেক কঠিন। বল নিচু হয়, একটু দেরিতে আসে। উইকেটে টিকে থাকা যায়, তবে রান করাটা একটু কঠিন। সাকিব-তামিম ভাই ওয়ানডেতে অনেক আক্রমণাত্মক ব্যাটিং করেছেন, তারাও (আজ) পারছিলেন না।’

এই ম্যাচে দারুণ এক কীর্তিও গড়েছেন মুমিনুল হক। টানা ১০ টেস্টে করেছেন অর্ধশত কিংবা এর চেয়ে বেশি রান। কিন্তু ব্যক্তিগত এ অর্জন গায়ে মাখছেন না তিনি। বলেন, ‘এমন কিছু হয়েছে কি না জানি না, জানতে চাইও না।’



মন্তব্য চালু নেই