পাকিস্তানি পতাকা হাতে এরা কারা?

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৭৯ রানে হেরে যায় পাকিস্তান। ১৬ বছর পর এই পরাজয়ে পাকিস্তান শিবিরে হতাশার হাওয়া বইতে থাকে। আর সেই হাওয়া লাগে বাংলাদেশি পাকিস্তানভক্তের গায়ে?

পাকিস্তানের হারে হয়তো তাদের হৃদয়ে বেশ চোট লাগে। নইলে কি আর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশের এক বিল্ডিংয়ের ছাদে তারা পাকিস্তানের পতাকা ওড়ায়?

আর তা দেখে গ্যালারি থেকে সবাই একনাগারে গালাগালি শুরু করলেও ভ্রুক্ষেপ ছিল না ওসব কট্টর পাকিস্তান সমর্থকের। গ্যালারির প্রতিক্রিয়া দেখে শেষ পর্যন্ত পুলিশ গিয়ে তাদের ঝেঁটিয়ে নামায়। এরপর গ্যালারি থেকে পুলিশকে ধন্যবাদ জানানো হয়।

বাংলাদেশে খেয়ে-পড়ে বড় হয়ে পাকিস্তানের জন্য এই টানকে ভালো চোখে দেখছেন না অনেকেই। তারা এটাকে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবেই বিবেচনা করছেন। আফসোসের সঙ্গে বলছেন, আহা রে! বাংলাদেশের খেলার দিনও তোদের… ‘কাহার জন্ম নির্ণয় ন জানি…’।

বাংলাদেশে এরা কারা? এদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন টাইগার সমর্থকরা।



মন্তব্য চালু নেই