পাঁচবিবিতে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ পাঁচবিবির আয়োজনে সোমবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিয়াম স্কুল এন্ড কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুক।

প্রধান অতিথি ছিলেন বগুড়া বিয়াম ল্যাবরেটারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকার ইএসএল, ইএফএল, একসেন্ট ট্রেইনার এন্ড মোটিভেটর মোঃ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, বগুড়া বিয়াম ল্যাবরেটারী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ ইউনুস আলী, পাঁচবিবি বিয়াম কলেজের অধ্যক্ষ প্রফেসর লোকমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আজাদ আলী প্রমুখ।

সভায় বক্তারা অভিভাবকদের তাদের শিশু সন্তানদেরকে সমাজে সুশিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুক জাপানে স্কলারশিপে থাকার সময়ে সেদেশের প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার মানের উপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করেন।



মন্তব্য চালু নেই