পলকের সেলফিতে বঙ্গবন্ধুর দুই কন্যা
বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসে অবস্থান করছেন।
সুইজারল্যান্ডের কর্মসূচি শেষে দেশে ফেরার পথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সেলফিতে একই ফ্রেমবন্দী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে তোলা সেলফি নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন এই প্রতিমন্ত্রী।
ক্যাপশন হিসেবে লিখেছেন, ডব্লিউইএফের(ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-২০১৭) বার্ষিক সভার সফল সমাপ্তির পর ডাভোস থেকে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রার পথে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত।
ছবিতে দুই বোনকে হাস্যজ্জ্বল ভঙ্গিতে তুষার সিক্ত পরিবেশ উপভোগ করতে দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৫ দিনের সরকারি সফরে সোমবার রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে ১৭ জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব’।
মন্তব্য চালু নেই