বৃহস্পতিবারের পরীক্ষার সিদ্ধান্ত বুধবার

পরীক্ষার সময়টুকু হরতাল স্থগিত রাখার আহ্বান মন্ত্রীর

হরতালের সময় বৃহস্পতিবার পর্যন্ত বৃদ্ধি করা হলেও এসএসসি পরীক্ষা পেছান হয়নি। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার ২ ঘণ্টা আগে থেকে পরীক্ষার ২ ঘণ্টা পর পর্যন্ত হরতাল স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন।

সচিবালয়ে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ আহ্বানে সাড়া না দিলে বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল আরও ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে বৃহস্পতিবার ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা/খিস্ট ধর্ম শিক্ষা বিষয়ে পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া দাখিলে ফিকহ ও উসুলুল ফিকহ ও কারিগরীতে পদার্থবিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা রয়েছে।

অবরোধের মধ্যে হরতালের কারণে সর্বশেষ রবিবারের (৮ ফেব্রুয়ারি) পরীক্ষা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ও মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) পরীক্ষা পরিবর্তন করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) নেওয়া হয়েছে।

অবরোধের মধ্যে হরতালের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দু’টি পরীক্ষা পেছানোর পর পরীক্ষার মধ্যে আবারও হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

হরতালের কারণে ২ ও ৪ ফেব্রুয়ারির পরীক্ষা ৬ ও ৭ ফেব্রুয়ারি নেওয়া হয়েছে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৭০ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।



মন্তব্য চালু নেই