কলারোয়া (সাতক্ষীরা) খবর

পরিপত্র থাকা সত্ত্বেও টাইমস্কেল পাচ্ছেন না কলারোয়ার জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকরা

কলারোয়া উপজেলার জাতীয়করণকৃত ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি পরিপত্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে টাইমস্কেল পাচ্ছেন না। এমনকি কবে পাবে তারও কোন নিশ্চয়তা নেই। উপজেলার বিভিন্ন এলাকার জাতীয়করণকৃত এসকল প্রাথমিক শিক্ষকদের নিকট খোঁজ খবর নিয়ে জানা গেছে, এ বিষয়টির আলোকে ৩/৪ মাস আগে প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেয়া হলেও আজও পর্যন্ত সেই কাজের কোন অগ্রগতি হয়নি। অতিসম্প্রতি বদলী হয়ে যাওয়া কলারোয়ার সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন দায়িত্বে থাকাকালীন এসব কাজ দ্রুত গতিতে এগিয়ে গেলেও বর্তমানে অদৃশ্য কারণে তার দৃশ্যমানা কোন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। সংশ্লিষ্টদের অবহেলার কারণে দীর্ঘদিন ঝুলে থাকা টাইমস্কেল বাস্তবায়নের অগ্রগতিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভূক্তভোগী শিক্ষকদের। দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষেও দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয়করণকৃত উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ।

অবশেষে ছোট ভাইয়ের পথেই পা বাড়িয়ে ‘না ফেরার দেশে’ চলে গেলেন কলারোয়ার কলেজ শিক্ষকের বড়পুত্র অগ্নিদদ্ধ তানভির
অবশেষে ছোট ভাইয়ের পথেই পা বাড়িয়ে ‘না ফেরার দেশে’ পাড়ি দিলেন কলারোয়ার কলেজ শিক্ষকের পুত্র দূ®কৃতিদের দেয়া আগুনে অগ্নিদদ্ধ তানভির আসাদ। যবনিকা ঘটলো পুষ্পকোমল এক জীবনী অধ্যায়ের। কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র তানভির আসাদ (১১) ঢাকা মেডিকেল Kalaroa photo-16কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান (ইন্না…রাজিউন)। কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের প্রভাষক খলিলুর রহমানের বড়পুত্র তানভির আসাদের মৃত্যুর খবরে কলারোয়ার সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে। সোমবার সকাল ৯টার দিকে লাঙ্গলঝাড়া কেএল হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনের কথা রয়েছে। উল্লেখ্য, গত ৮অক্টোবর গভীর রাতে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের বাড়িতে ঘুমন্ত কলেজ শিক্ষক খলিলুর রহমানের পরিবারের উপর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দূ®কৃতিকারীরা। এঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়ে পরদিন সকালে খলিলুর রহমানের স্ত্রী শাহানারা খাতুন ঝর্ণা (৩৮), বড়পুত্র তানভির আসাদ (১১) ও ছোটপুত্র তামিম আজাদ (৬) কে আশংকাজনক অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এক সপ্তাহ না পেরুতেই ১৫অক্টোবর মারা যায় ছোট পুত্র তামিম আজাদ। ছোট ভাইয়ের মৃত্যুর এক মাস পরেই ১৬ নভেম্বর ছোট ভাইয়ের দেখা পথেই পাড়ি দিলেন বড়ভাই তানভির আসাদ। ওদিকে, কলিজার টুকরা দুই পুত্রকে হারিয়ে মৃত্যু যন্ত্রণায় কাতর মা শাহানারা খাতুন ঝর্নাও। এ রিপোর্ট লেখার সময় পাওয়া খবরে খলিলুর রহমানের অগ্নিদগ্ধ স্ত্রী শাহানারা খাতুন ঝর্ণা এখনো আশংকাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন। দুই পুত্রকে হারিয়ে শোকে মূহ্যমান খলিলুর রহমান বারবার মুর্ছা যাচ্ছেন বলে জানা গেছে। দুই ছেলের দেখানো পথে মাকে যেন পাড়ি দিতে না হয় সেই দোয়া এলাকাবাসীর। এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় কলেজ শিক্ষক খলিলুর রহমানের বড় ভাই লাঙ্গলঝাড়া গ্রামের মৃত জামাল সরদারের পুত্র মতিয়ার রহমান বাদি হয়ে তাদের মেঝ ভাই তবিবুর রহমানকে প্রধান আসামী করে ঘটনার দু’দিন পরে কলারোয়া থানায় মামলা দায়ের করে। পুলিশ তবিবুর রহমানকে আটক করে রিমান্ডে নিলেও তেমন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কোন তথ্য উদঘাটন করতে পারেননি বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে আটক মেঝভাই তবিবুর রহমানের স্ত্রী, ছেলে পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানায়। স্থানীয়রা জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল ছোট ভাই প্রভাষক খলিলুর রহমানের সাথে মেঝ ভাই তবিবুর রহমানের।

কলারোয়ায় প্রিড ব্রেকারে ধাক্কায় ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী আহত
কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকেল ৫টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের শেখ আমানুল্ল¬হ ডিগ্রী কলেজের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। জানা গেছে, সাতক্ষীরার তালা উপজেলার কুলিয়া গ্রামের তফিল উদ্দিনের পুত্র সবুজ হোসেন (৩০) ও পাটকেলঘাটার রাজেন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের পুত্র রাজু (২৪) মোটরসাইকেল যোগে নাভারন থেকে পাটকেলঘাটায় যাওয়ার পথিমধ্যে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সামনের প্রিড ব্রেকারে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এসময় তারা গুরুতর আহত হয়। আহতদের পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে।

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত
কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রবিবার সকাল ৭টার দিকে পৌর সদরের মুরারিকাটি কাঠের ব্রিজের মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। সূত্র জানায়, মুরারিকাটি গ্রামের আনারুল ইসলামের সরিষা ক্ষেতে একই গ্রামের আ. রশিদের পালিত মুরগি গিয়ে ক্ষতি সাধন করে। এঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল জলিল (৩৯), আতাউর রহমান (২২) গুরুতর আহত হয়। তারা স্থানীয় হাসাপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

কলারোয়ায় এক ব্যক্তি আটক
কলারোয়ায় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। জানা গেছে, কলারোয়া থানার এএসআই ইকবাল মাহমুদ রবিবার ভোররাতে উপজেলার কাদপুর গ্রামের মৃত মোনতাজের পুত্র আ. ওহমান (৫০)কে তার বাড়ী থেকে আটক করে। আটককৃতর বিরুদ্ধে ভারতে নারী পাচারের অভিযোগে কলারোয়া থানায় মামলা (নং-২৩(১০)১৪) রয়েছে বলে জানা গেছে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলারোয়ায় কলেজ ছাত্রীকে মারপিট
কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কলেজ পড়–য়া ছাত্রীকে মারপিট করে আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ৪জনকে বিবাদী করে উপজেলা চেয়ারম্যান বরাবরে দরখাস্ত করেছে চিকিৎসাধীন ওই ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মসলা বাটা ব্যালেন্ডার নিয়ে কথাকাটির সূত্র ধরে শুক্রবার দুপুরের দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামের নাছির উদ্দিনের কন্যা কলেজ পড়–য়া ছাত্রী (১৭)কে একই গ্রামের কয়েকজন মহিলাসহ ৪/৫জন ব্যক্তি রাস্তায় ফেলে মারপিট করে। আহত অবস্থায় স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আহত ওই ছাত্রী বাদী হয়ে ঘটনার সুবিচার দাবী করে উপজেলা চেয়ারম্যান বরাবর দরখাস্ত করেছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই