পদ্মা সেতু প্রকল্পের সরঞ্জাম নদীতে বিলীন

প্রবল স্রোতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড এলাকায় আনুমানিক প্রায় চার হাজার বর্গফুট এলাকা নদীতে ভেঙে গেছে।

মুন্সীগঞ্জের লৌহজংয়ের প্রকল্প এলাকার ২নং জেটি, ২নং মিকচার প্লানসহ পদ্মা সেতুর জরুরী সরঞ্জামাদি রবিবার রাতে পদ্মার গর্ভে বিলীন হয়ে যায়। জরুরীভাবে জিও ব্যাগে বালু ফেলে এই ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এর আগের মাসে (জুলাই) কয়েক দফায় এই প্রকল্প এলকায় ভাঙন দেখা দেয়।

খবর পেয়ে সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঘনটাস্থলে থাকা নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালীদ সেতুমন্ত্রীর পরিদর্শনে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা তার অপেক্ষা করছি। তিনি আসতেছেন। আসলে ব্রিফিং করে ভাঙনের বিষয়ে কথা বলবেন।’



মন্তব্য চালু নেই