পত্নীতলায় বিজিবি কর্তৃক ৪লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার
মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা ১৪বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার করেছেন।
১৪বিজিবি সুত্র জানায়, নায়েব সুবেদার মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল নওগাঁ জেলার বদলগাছি এলাকায় জয়পুরহাট-নওগাঁ বাসে তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল ২০বোতল, ভারতীয় ফ্রেশ ওয়াশ ৩১৮টি, ভারতীয় থ্রী পিচ ২পিচ, জনসন বেবি ওয়েল ২৪পিচ, ভারতীয় বেডসিট ১৫পিচ, ভারতীয় চুড়ি (ইমিটেশন)- (বড় ৫৪০ জোড়া এবং ছোট-১২৫ জোড়া) ৬৬৫ জোড়া, ব্রজ লেট (ইমিটেশন) ১৯৪ পিচ, গলার চেইন (ইমিটেশন) ২৪০ পিচ, কানের রিং (ইমিটেশন) (বড়-৯৫০ জোড়া এবং ছোট-৫৮৮০ জোড়া) ৬,৮৩০ জোড়া আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য তিন লক্ষ চুরানব্বই হাজার একশত টাকা। উক্ত মালামাল গুলো কাস্টম অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মোঃ আলী রেজা উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য চালু নেই