পত্নীতলায় দুই মাদকাসক্ত পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা-মাতা !

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ২ মাদকাসক্ত নিজ সন্তানকে মরণ নেশা মাদকের কবল হতে বাঁচতে বাধ্য হয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন পিতা-মাতারা !

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আসেন ওই মাদকাসক্ত সন্তানসহ পিতা-মাতারা। পরে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মালেক উপজেলার মাটিন্দর ইউনিয়নের বাসকোলা গ্রামের আব্দুর রহিমের পুত্র মো: মেহেদি হাসান (২০) কে ৬মাস ও উপজেলার পাটিচরা ইউনিয়নের আমবাটি গ্রামের নূর মোহাম্মদ এর পুত্র মো: আনোয়ার হোসেন (৩০) কে ২মাসের কারাদণ্ড প্রদান করেন।

পত্নীতলা থানা ওসি মো: আজিম উদ্দিন জানান, মাদকাসক্ত ২ আসামীকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই