কোন্দল নিরসন না হলে কঠোর ব্যবস্থা

পঞ্চগড় ও সৈয়দপুর বিএনপির কমিটি ভেঙ্গে দিলেন খালেদা জিয়া

কোন্দলের কারণে পঞ্চগড় ও সৈয়দপুর জেলার সাংগঠনিক কমিটি ভেঙ্গে দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কোন্দল নিরসন না হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
দল পুনর্গঠনের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে পঞ্চগড়, নীলফামারী ও সৈয়দপুরের নেতাদের নিয়ে রুদ্ধদার  বৈঠক অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়া নেতাদের বলেছেন, সরকারবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তাই নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাদ দিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা কমিটি ভেঙ্গে দিয়ে হাসানের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তাদের আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেন চেয়ারপারসন। একইভাবে আবদুল গফুরকে আহ্বায়ক করে ২২সদস্যের কমিটি দেয়া হয় সৈয়দপুরে। আগামী ১ মাসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়। তবে নীলফামারী জেলা কমিটির মেয়াদ দেড় মাসের সময় বাড়িয়ে দেয়া হয়।
পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন, সদরের পৌর মেয়র তৌহিদুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীম শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সৈয়দপুর জেলা শাখার সভাপতি আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আনিসুল আরেফিন বাবু, সদস্য সচিব শামসুজ্জামান প্রমুখ বৈঠকে  উপস্থিত ছিলেন।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, মো. শাজাহানসহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই