নোয়াখালী পৌরসভায় জঙ্গিবাদ বিরোধী মতবিনিময়সভা

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী পৌরসভায় সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিরর লক্ষে পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সুধীজনেরাও অংশ নেয়। মতবিনিময় সভায় নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুৃলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি হাফজ মাওলানা মো. দেলোয়ার হোসেন, নোয়াখালী ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা মো. সিদ্দিকুর রহমান, জেলা কোর্ট মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাঈল প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম ও ধর্মকে অপব্যাখ্যা করে এক ধরনের উগ্রবাদী লোক দেশে জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছে। দেশকে অকার্যকর করার অপচেষ্টা করছে। তাই এর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই জঙ্গিবাদ প্রতিরোধে সমাজের তৃণমূল পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক ড. মাহে আলম, বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মো. রফিক উল্যাহ, জেলা ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই