নোয়াখালী চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমীতে পিঠা উৎসব অনুষ্ঠিত

নোয়াখালী চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমীতে পিঠা উৎসব অনুষ্ঠিত বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মের শিশুদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমীতে ব্যাতিক্রমধর্মী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। বর্ণাঢ্য পিঠা উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শতাধিক শিশু-কিশোর শিক্ষার্র্থী নানান রকমের পিঠা নিয়ে উৎসবে অংশ নেয়।

চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমীর ভোরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দাসের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা।

বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালক ও সময় টিভির জেলা প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, চ্যানেল নাইন ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহান, সংবাদকর্মী মুজাহিদুল ইসলাম সোহেল, মু.সাইদুজ্জামান রাজু, গোলাম কিবরিয়া রাহাত, সংস্কৃতিকর্মী অমিয় পাপন চক্রবর্তী অর্ক, ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ।

পিঠা উৎসবে ক্ষীর, সুজির বরফি, ছিটা, ঝুনি পিঠা, সাকুর, মালপুয়া, পাটি সাপটা, রস কদম, পিংগার, রস কদম, পানপুয়া, টিকেট, চকলেট, গোলাপ, ভাপা, চিলত, ক্রিসমাস ট্রি, সুজির পুরপিঠা, পার্টি সাফটা, গাজরের পিঠা, আলুর স্টিক পিঠা, ঝাল টিঠা, জামাই পিঠা, চিতল পিঠা, শিমের ফুল পিঠা, নারকেল পিঠা, লাভপিঠা, ছিটা পিঠা ডোনাটা, দুধ পুলি, ভাজা পুলি, হাজের পিঠা, শামুখ পিঠা, খেজুর পিঠা, সবজি পাতা, রানী ভরি পিঠা, ডিমের পিঠা, মুগ চমচম, কেচি পিঠা, পাপড় ভাজা, চিংড়ি পিঠা, মাছ পিঠা, ডালের পিঠা, নুডুলস পাকোড়া পিঠা, লিচি চোকরা, বুতুম পিঠা, সুঁই পিঠা, নারকেলের বিস্কুট, বকুল পিঠা, বেনি পিঠা, জিলাপি পিঠা, ঝুমকা পিঠা, ঝালের পুয়া, ঝুনি পিঠা, নঁকশি পিঠা, লশকরা, প্রগবল সিদ্ধি পুলি, ভাঁপা পিঠাসহ নানা রকমের শতাধিক পিঠা প্রদর্শণীতে স্থান পায়।



মন্তব্য চালু নেই