নোয়াখালীর সেনবাগে সেপটি ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুণতলা ইউনিয়নে মানিকপুর গ্রামে একটি ঢাকনা খোলা সেপটি ট্যাংকে পড়ে একই বাড়ীর ফারিয়া আক্তার (২) ও আবদুর রহমান (২) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার অর্জুণতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের মোস্তফা ড্রাইভারের বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া ওই বাড়ীর পল্লী চিকিৎসক বেলাল হোসেনের মেয়ে ও আবদুর রহমান কুয়েত প্রবাসী ইয়াসিন নাসিরের ছেলে। স্থানীয়রা জানায়, মানিকপুর গ্রামের মোস্তফা ড্রাইভারের বাড়িতে দুই প্রতিবেশী বেলাল হোসেনের মেয়ে ফারিয়া ও ইয়াসিনের ছেলে রহমান একসাথে খেলা করছিলো। এসময় অসাবধানতাবশতঃ তারা বাড়ির একটি ঢাকনা খোলা সেপটি ট্যাংকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয। পরে বাড়ির অন্য প্রতিবেশীরা সেপটি ট্যাংক থেকে ওই দুই শিশুর মৃতদেহে উদ্ধার করে। স্থানীয় অর্জুণতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া রাতেই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বিষয়টি আমরা অনেক দেরিতে জানতে পারি। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই