মাগুরায় ৮৪০ কৃষককে বিনামূল্যে বীজ সার প্রদান

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় সদর উপজেলার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দিয়েছে সদর উপজেলা কৃষি বিভাগ। খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় এই কৃষি উপকরণ বিতরন করা হয়।

সোমবার সদর উপজেলা কার্যালয় চত্বরে এ বিতরন অনুষ্ঠানে সদর উপজেলা কর্মকর্তা ইয়ারুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসুচির উদ্বোধন করেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহোল আমিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

কৃষি বিভাগ জানায়, মোট কৃষকদের ৬০০ জনকে উফশি জাতের ধান চাষের জন্য ও ২৪০ জন কৃষককে নেরিকা জাতের ধান আবাদের জন্য এ কৃষি সহায়তা দেয়া হয়। বিতরনকৃত উপকরনের মধ্যে প্রত্যেক কৃষক ৪০ কেজি সার ও ৫ থেকে ১৫ কেজি বীজ পেয়েছে। এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান,সারা জেলায় এ প্রণোদনার আওতায় ২৮০০ কৃষককে এ ধরনের কৃষি উপকরণ সহায়তা দেয়া হবে।



মন্তব্য চালু নেই