নৈরাজ্য সৃষ্টি করলে রাজনীতির কবর রচিত হবে : মোজাম্মেল হক

৫ জানুয়ারি নির্বাচন পূর্ব নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে বিএনপি-জামায়াতের রাজনীতির কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সোমবার দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ের খদ্দর মার্কেটের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
মোজাম্মেল হক বলেন, বিএনপি-জামায়াত আবারো হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু আবারো যদি দেশে ৫ জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের রাজনীতির কবর রচিত হবে।
সংবিধানের ষোড়শ সংশোধনী বিষয়ে তিনি বলেন, পৃথিবীর সব গণতিান্ত্রিক রাষ্ট্রেই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সাংসদদের হাতে ন্যস্ত। তাই বিএনপির হরতালে মানুষের সাড়া নাই। মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে।
আয়োজক সংগঠনের ফাতেমা জামান সাথীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।



মন্তব্য চালু নেই