নেত্রকোনার দুর্গাপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় জাতীয় কর্মসুচী অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমী দুর্গাপুর কর্তৃক আয়োজিত দিনব্যাপি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে শরিবার।
কর্মসুচীতে সঙ্গীতে ৪টি, আবৃত্তি ৩টি, অভিনয় ২টি ও নৃত্যে ২টি বিষয় সহ ১১টি বিষয়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতার পুর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি দুর্গাপুর উপজেলা শিল্পকলা জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমী নেত্রকোনা আব্দুল্লাহ্ আল মামুন, কালচারাল অফিসার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী সুলোচনা সাংমা, উপজেলা একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও স্থানীয় শিল্পকলা একাডেমীর সঙ্গীত শিক্ষক তোবারক হোসেন খোকন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাবু বিরেশ্বর চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৩ সনের শেষ দিকে দুর্গাপুর শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা হলেও এর ১মবর্ষের সাংস্কৃতিক ক্লাশ শুরু হয়েছে জানুয়ারী ২০১৪ থেকে।
বর্তমানে ২য় বর্ষের সঙ্গীত ক্লাশ সহ নাচের শাখা চালু রয়েছে। কাজেই সংস্কৃতি বিকাশে সকল অবিভাবকদের এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়।
মন্তব্য চালু নেই