নেতা-কর্মীদের শহীদমিনারে যেতে বললেন মির্জা আব্বাস

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদনের অনুরোধ করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।

শুক্রবার বিকেলে মির্জা আব্বাসের প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘নেতৃদ্বয় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনে ঢাকা মহানগর বিএনপি ও সকল থানা, ওয়ার্ড কমিটির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সকল পর্যায়ের নেতা-কর্মীদের শনিবার ভোর ৬টায় রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে একত্রিত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে গমনের জন্য অনুরোধ করেছেন।’

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘ভাষা আন্দোলনের পথ ধরে নানা চড়াই-উৎড়াই আর ত্যাগের বিনিময়ে মানুষ স্বাধীনতা সংগ্রামে উপনীত হয়। দীর্ঘ নয় মাস সর্বস্তরের জনতার আত্মত্যাগ ও যুদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।’

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মহানগর বিএনপির এ দুই শীর্ষ নেতা।



মন্তব্য চালু নেই