জাতীয় সংলাপের বিকল্প নেই : ন্যাপ চেয়ারম্যান

চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের কোন বিকল্প নেই বলে মনে করেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।

তিনি বলেন, ‘সরকারের উচিত অবিলম্বে সংলাপের মাধ্যমে সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া। অন্যথায় জনগনের কাঙ্খিত গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। যার দায় আওয়ামী লীগ ও তার সহযোগিরা এড়াতে পারবে না।’

শুক্রবার সকালে গুলশানের একটি রেস্তোরাঁয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ন্যাপ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

চলমান রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে জেবেল রহমান এই পরিস্থিতির জন্য ৫ জানুয়ারির নির্বাচনকে দায়ী করেন। তিনি বলেন, ‘সকল দলের অংশগ্রহন ছাড়া একতরফা অনৈতিক নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সংকটের সূচনা হয়েছে।’

২১ শে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে ২০ জোটের অন্যতম এই শরিক নেতা বলেন, ‘ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের সূচনা। আর এই স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।’

তিনি অভিযোগ করেন, ‘আজ ভাষা আন্দোলনের সেই ইতিহাস থেকে মওলানা ভাসানীকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে।’

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি সক্রিয় হয়ে উঠেছে। চলমান রাজনৈতিক সংকটের সুযোগে গণতন্ত্রবিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গণতন্ত্রের স্বার্থেই সরকারের উচিত একগুয়েমী নীতি পরিহার করে সংলাপের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটানো।’

একুশের চেতনায় দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন দলের যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমান চৌধুরী, অর্থ সম্পাদক আহসান হাবিব খাজা, প্রচার সম্পাদক মোঃ শহীদুন্নবী ডাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল ভুইয়া প্রমুখ।

কর্মসূচি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন ন্যাপ নেতৃবৃন্দ। এ সময় দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।



মন্তব্য চালু নেই