নেইমারের বিরুদ্ধে এ কী অভিযোগ আনলেন রেফারি!

ম্যাচ শেষে সজোরে বলে লাথি মারেন নেইমার। সেটা লাগে কলম্বিয়ার গোলরক্ষক পাবলো আর্মেরোর গায়ে। এরপর জেইসন মুরিলোকে মাথা দিয়ে গুতো দিতে উদ্যত হন। আর এসব করার কারণে চিলিয়ান রেফারি এনরিক ওসেস নেইমারকে লাল কার্ড দেখান।

লাল কার্ডের শাস্তিস্বরুপ চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন নেইমার। ফলশ্রুতিতে কোপা আমেরিকায় তিনি দর্শক হয়ে যান। লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের কাছে লাল কার্ডের বিষয়ে দেওয়া রিপোর্টে চিলিয়ান রেফারি উল্লেখ করেছেন নেইমার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আর তাকে গালি দিতে ব্রাজিলিয়ান তারকা নাকি টানেলে অপেক্ষা করছিলেন। সুযোগ পেয়ে তাকে অপমান করেন।

রেফারি তার অফিসিয়াল রিপোর্টে লেখেন যে নেইমার তাকে বলেছে, ‘আমার ক্ষতি করে তুমি নিজেকে বিখ্যাত করতে চেয়েছো। তুমি একটা কু** বাচ্চা। টানেলে সে আমার জন্য অপেক্ষা করছিল এবং আমাকে পেয়ে অপমান করে। আমাকে কু** বাচ্চা বলে গালি দেয়।’

কনকমবল এর ডিসিপ্লিনারি কমিটির সদস্য আবার্তো লোজাদা এ বিষয়ে বলেন, ‘রেফারির দেওয়ার রিপোর্ট অনুসারেই নেইমারকে শাস্তি দেওয়া হয়েছে। রেফারির জন্য টানেলে অপেক্ষা করা ও তাকে অপমান করার বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল। তার শাস্তি কঠোর হয়ে থাকতে পারে।’

তথ্যসূত্র : মার্কা অনলাইন



মন্তব্য চালু নেই