নূর হোসেনকে ফেরত দিতে সম্মত হয়েছে ভারত

অনুপ্রবেশের অভিযোগে ভারতের কলকাতায় আটক নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফেরত দিতে ভারত সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, নূর হোসেনকে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে। আর বাংলাদেশ সফরে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। ভারত তাকে ফেরত দিতে সম্মত হয়েছে।
তিনি বলেন, ‘আশা করি খুব দ্রুতই তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে।’
উল্লেখ্য, নারায়ণগঞ্জের আলোচিত সাতখুনের মামলায় অভিযুক্ত প্রধান আসামি নূর হোসেনকে গত ১৪ জুন রাতে কলকাতার দমদম নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ।



মন্তব্য চালু নেই