নূরুন নেছা বেগম-এর মৃত্যুতে নতুনধারা বাংলাদেশ (এনডিবি) নেতৃবৃন্দের শোক

নতুনধারা বাংলাদেশ (এনডিবি) ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান তাহের-এর বড়খালা নূরুন নেছা বেগম ১৬ নভেম্বর রাতে রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি অ-ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে ছাড়াও অসংখ্য স্বজন-গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র উপদেষ্টা পর্ষদ সদস্য ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা, চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, মানিক চক্রবর্তী, হারুণ মুহাম্মদ, ভারপ্রাপ্ত মহাসচিব শেখ খোকন, কৃষাণী সভার সভাপতি শিপ্রা রাণী মিস্ত্রী, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির সভাপতি ফরহাদুল ইসলাম কামাল, ধর্মধারা’র আহবায়ক মাওলানা আবু হানিফ নেছারী প্রমুখ।

নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র নেতৃবৃন্দ মরহুমা নূরুন নেছা বেগম-এর আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আগামী ১৮ নভেম্বর মরহুমার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সোনামুখিস্থ বাসভবনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।



মন্তব্য চালু নেই