নূরজাহান বেগমের মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে

বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

স্কয়ার হাসপাতালের সিনিয়র মার্কেটিং অফিসার অচিন্ত্য দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নূরজাহান বেগমের মরদেহ শহীদ মিনারে রাখা হবে।

এর আগে দুপুর দেড়টায় নূরজাহান বেগমের মরদেহ তার স্বজনরা স্কয়ার হাসপাতাল থেকে গুলশান-১ এ প্রয়াতের মেয়ের বাসায় নিয়ে যান। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর নূরজাহান বেগমের মরদেহ তার পুরান ঢাকার বাড়িতে নেওয়া হবে। সেখান থেকে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার নেওয়া হবে।

সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। তার বয়স হয়েছিল ৯১ বছর।

গত ৫ মে বিকেলে অসুস্থ অবস্থায় নূরজাহান বেগমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি ঠিকভাবে শ্বাস নিতে পারছিলেন না। ৭ মে তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়।



মন্তব্য চালু নেই