নীলফামারীর ডিমলায় বিশ্ব পানি দিবস পালিত
হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে : আজ সোমবার নীলফমারীর ডিমলা উপজেলায় বে-সরকারী সংস্থা পল্লী শ্রী বি-কল প্রকল্পের সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
দিবসটিতে জল ও জীবিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত সংস্থার উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মনের পরিচালনায় জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে মিলিত হয়।
সভা কক্ষে পুরান চন্দ্র বর্মনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিমের সভাপেিতক্ব বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম,জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক মো: জুয়েল আহম্মেদ প্রমূখ।
মন্তব্য চালু নেই