নীলফামারীর ডিমলায় প্রতিবন্ধি ও ইউপি’র মতবিনিময় সভা

নীলফামারীর ডিমলর উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২২ জানুয়ারী বিকালে উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রতিবন্ধি সংগঠনের সভাপতি ও সম্পাদকদের নিয়ে খগাখড়িবাড়ী ইউনিয়নের “প্রতিবন্ধী ফেডারেশন অফিস “পরিদর্শন শেষে উক্ত এলাকার প্রতিবন্ধীদের উন্নয়ন বিষয়ক সভায় সকলের সাথে মত বিনিময় করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেসরকারী সংস্থা টিপাগং সাসটেনেবল ডেভলোপমেন্ট (সিএসডিপি) এর প্রজেক্ট ম্যানেজার রাজেস রতন মলি¬ক, প্রোগ্রাম এন্ড রিচার্স এর অপুর্ব সরকার, ও প্রতিবন্ধি ফেডারেশন এর সভাপতি এবং সম্পাদকগণ প্রমুখ। উপস্থিত সকলের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যান সভাপতির বক্তব্যে বলেন, অত্র ইউনিয়নে যেসব প্রতিবন্ধি রয়েছে তাদের ভাগ্যান্নয়নে কাজ করা হবে। তাদের প্রয়োজনে স্বাস্থ্য ও শিক্ষার দিকের গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। তিনি বলেন, ইতি মধ্যেই প্রতিবন্ধিদের বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি করে তাদেরকে শিক্ষায় আওতায় আনা হয়েছে। প্রতিবন্ধিদের উন্নয়নে উদ্যোগ নিয়ে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং ইউনিয়ন পরিষদর তাদের পাশেই ছিল,থাকবে।



মন্তব্য চালু নেই