নীলফামারীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য রদবদল

হামিদা আক্তার, (নীলফামারী) : নীলফামারীর ডিমলা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য পরিবর্তন করে রদবদল করা হয়েছে। জানা যায়, সংশোধিত তালিকা অনুযায়ী যাচাই-বাছাই কমিটির সদস্য তালিকায় রয়েছেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে প্রতিনিধি সদস্য মোঃ আব্দুস সবুর খান,সহকারী কমান্ডার (অর্থ),ডিমলা উপজেলা কমান্ড,নীলফামারী জেলা কমান্ডের প্রতিনিধি সদস্য আশরাফ আলী, নীলফামারী ইউনিট কমান্ড ( প্রকল্প ও সমবায়), উপজেলা কমান্ডার/ প্রতিনিধি সদস্য আলহাজ্জ আনোয়ার হোসেন, সাবেক কমান্ডার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় (মবিম) এর প্রতিনিধি সদস্য ফকরুজ্জামান, পিতা- জমির উদ্দিন সরকার, জামুকা প্রতিনিধি সদস্য মোঃ আনোয়ার হোসেন (খোকা), পিতা-আব্বাস উদ্দিন ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদস্য সচিব । মোঃ আজিজার রহমান মোল্ল্য পরিচালক, উন্নয়ন পর্যবেক্ষন এসেস্ট ও কল্যাণ এবং পুন্যব্রত চৌধুরী, মহাপরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক সংশোধিত তালিকায় স্বাক্ষরিত। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট অধিশাখা, সরকারী পরিবহন পুল, সচিবালয় সংযোগ সড়ক, ঢাকা, মোঃ মাহবুবুর রহমান ফারুকী, উপসচিব স্বাক্ষরিত পত্র নং-৪৮.০০.০০০০.০০৪.৪৯.২৩৩.০৯/২০১৭-৪০৬ তারিখ ৯ ফ্রেব্রুয়ারী/১৭ জারীকৃত সংশোধিত যাচাই-বাছাই কমিটির তালিকার বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয় যে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৯ ফ্রেব্রুয়ারী/১৭ তারিখের ৪৮.০২.০০০০.০০৫.০০.০৭০.১৬-৪৭৪ সংখ্যক পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ৬১ জেলার ১০৮াট উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আংশিক বাতিল/ সংশোধন করা হয়েছে। সংশোধিত আকারে প্রকাশিত প্রতিটি কমিটি প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভূক্তকরণ, আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই, তালিকাভূক্ত দাবীদার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই এবং তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনীত অভিযোগ নিস্পত্তি কার্যক্রম সম্পন্ন করবেন।



মন্তব্য চালু নেই