নিয়ামতপুরে যুবকের মৃতদেহ উদ্ধার
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাহইল গ্রামের পাশের একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে বাশঝাড়ের ভেতর এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিামতপুর থানার ওসি ওবাইদুল হক বলেন, নিহত যুবকের পড়নে ধূসর রংগের চেক লুঙ্গি ছিল। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য চালু নেই