নিয়ম মেনে তুলতে হবে পতাকা, না মানলে ব্যবস্থা

আসন্ন বিজয় দিবসসহ জাতীয় দিবসগুলোয় যথাযথ সম্মান প্রদর্শনসহ নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কেউ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজয় দিবসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্ধারণী আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।

বৈঠকে রাজধানীসহ সারাদেশের অবৈধ তোরণ অপসারণে শিগগিরই পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে বিজয় দিবসে তোরণ নির্মাণের ক্ষেত্রে সরকারি নির্দেশনা মানার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

তিনি জানান, তোরণ নির্মাণের ক্ষেত্রে সাত দিন আগে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে।
দিবসকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার ক্ষেত্রেও একই নিয়মে স্থানীয় পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশনের অনুমোদন নিতে হবে।

প্রতিমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বিভিন্ন দিবসে নিয়ম ও মাপ ঠিক না রেখেই পতাকা উত্তোলন করা হয়। এবার সরকারের পক্ষ থেকে আগে-ভাগেই গণমাধ্যমের মাধ্যমে পতাকা উত্তোলনের সঠিক নিয়ম জানিয়ে দেয়া হবে। এরপরও যদি কেউ নিয়ম না মানে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণেই বার বার সোনার চালান ধরা পড়ছে।’



মন্তব্য চালু নেই