নিহত রাবি শিক্ষকের মরদেহ গাইবান্ধায়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলাম লিলনের মরদেহ তার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দোগঞ্জে পৌঁছেছে। দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শনিবার বিকেল ৩টার দিকে মহানগরীর বিহাস এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানিয়েছিলেন, শফিউল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে চৌদ্দপায় এলাকার বাড়িতে ফিরছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে শফিউল ইসলাম বিহাসের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে হামলাকারীরা অধ্যাপক শফিউল ইসলামের মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি ওসি আলমগীর হোসেন।



মন্তব্য চালু নেই