নিলামে জ্যাকসনের বিখ্যাত দস্তানা

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের হাতের বিখ্যাত সাদা দস্তানা নিলামে তোলা হচ্ছে। প্রাথমিকভাবে দস্তানাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার মার্কিন ডলার।

৩০ জুলাই অনুষ্ঠিতব্য নিলামটির আয়োজন করছে ‘নেট ডি সান্দ্রেস’ নিলামকারক প্রতিষ্ঠান। দস্তানার পাশাপাশি নিলামে আরো থাকছে ‘ব্যাড’ অ্যালবামের কভারে মাইকেল যে কালো রঙের জ্যাকেট পরেছিলেন সেটিও।

এ দোস্তানাটি জ্যাকসনের অন্যান্য দোস্তানার চেয়ে একটু কম মূল্যেই বিক্রি হচ্ছে। এর আগে ২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর ছয় মাস পর এক নিলামে ‘মুন ওয়াক’ গানে ব্যবহৃত তার একটি দস্তানা ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

অন্যদিকে, ২০১০ সালের জুনে এ তারকার আরো একটি দস্তানা বিক্রি হয় ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে।

এবারে যে দস্তানাটি নিলামে উঠছে সেটি জ্যাকসন তার চিত্রশিল্পী বন্ধু পল বেডার্ডকে উপহার দিয়েছিলেন। কারণ তার এই চিত্রশিল্পী বন্ধু জ্যাকসনের নেভারল্যান্ড খামার বাড়ির জন্য প্রায় এক ডজন ছবি এঁকে দিয়েছিলেন।

২০০৫ সালে বেডার্ড দস্তানাটি একটি ব্যক্তিগত সংগ্রহশালায় হস্তান্তর করেন। সঙ্গে বেডার্ড মাইকেল জ্যাকসনের জন্য আঁকা তার কিছু ছবিও হস্তান্তর করেছিলেন।



মন্তব্য চালু নেই