নির্বিঘ্নে ক্লাস-পরীক্ষার দাবিতে কলারোয়ায় মানববন্ধন
শঙ্কামুক্ত জীবন ও নির্বিঘ্নে ক্লাস পরীক্ষার দাবিতে কলারোয়ায় মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ। শনিবার (১৪ মার্চ) দুপুরে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আহ্বানে অধিভূক্ত সকল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরা বেগম বলেন-রাজনৈতিক কর্মসূচির নামে দেশে শিক্ষাবিরোধী অবস্থা বিরাজ করছে। স্কুল-কলেজে লেখাপড়া বিঘœ সৃষ্টি হচ্ছে, পরীক্ষা নেওয়া যাচ্ছে না।
শিক্ষার্থী ও শিক্ষাঙ্গনকে এ অবস্থা থেকে মুক্ত রাখার জন্য রাজনৈতিক দল এবং নেতাদের প্রতি আহ্বান জানান।
এসময় মানব বন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যাপক শেখ জাভিদ হাসান, আলমগীর কবির, অধ্যাপক আবুল খায়ের, মফিজুর রহমান, সহকারী অধ্যাপক আবুল হোসেন, ফাতিমা নার্গিস, ইউনুচ আলী খান, প্রভাষক সোহরাব হোসেন, শফিউর রহমান পলাশ, জাহাঙ্গীর কবীর, মনিরুজ্জামান, আশরাফুল আলম, গোবিন্দ চন্দ্র ঘোষ, আবুল কালাম আজাদ, আব্দুল মাজেদ,সোলাইমানসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরাবৃন্দ।
মন্তব্য চালু নেই