নির্বাচনে দুর্নামের দায় নেবে না সরকার

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের দুর্নামের দায় সরকার নিতে রাজি নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আরবান আলী সড়ক পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেছেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে। গত ৬টি সিটি নির্বাচনের মতো এবারের নির্বাচনেও সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ কাজে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অতীতের মতো এবারের নির্বাচনও অবাধ, সুুষ্ঠু ও নিরপেক্ষ করতে চান। সে জন্য মন্ত্রিসভার বৈঠকে তিনি (প্রধানমন্ত্রী) মন্ত্রিপরিষদের সদস্যদের আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে কঠোরভাবে সর্তক করেছেন। নির্বাচন নিয়ে কোএনা ধরনের দুর্নামের ভার সরকার নিতে রাজি নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন।’

এর আগে চট্টগ্রামে একটি হোটেলে বৈঠক করায় সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘আড়াই কিলোমিটার দীর্ঘ আরবান আলী সড়কটি পুনঃনির্মাণে ব্যয় হচ্ছে প্রায় দশ কোটি টাকা। আগামী ছয় মাসের মধ্যে সড়কের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা রাখছি।’

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজসহ সওজ’র প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই