নির্বাচনী সহিংসতায় আ.লীগকর্মী নিহত

শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তি সহিংসতায় ফারুক (৩০) নামে এক আওয়ামী লীগকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৫ জন।

শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার চর পক্ষিমারী ইউনিয়নের ভাগলদি গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় ভায়ে স্থানীয়রা গা ঢাকা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ছানুয়ার হোসেন ছানু নির্বাচিত হয়। এর বিষয় নিয়ে শুক্রবার সকাল ৭ টার দিকে সদর উপজেলার চর পক্ষিমারী ইউনিয়নের ভাগলদি গ্রামে ছানু সমর্থিত লোকজনের সাথে পরাজিত জাপা সমর্থিত প্রার্থী মো. ইলিয়াছ উদ্দিন সমর্থিত লোকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের সাথে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের ছুকিাঘাতে ছানু সমর্থিত হানিফ উদ্দিনের ছেলে ফারুক (৩০) নামে এক জন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সংঘর্ষে আরও ৫ জন আহত হয়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম বলেন, ‘নির্বাচনী সহিংসতায় এক জন মারা যাওয়ার খবর পেয়েছি। ফোর্স পাঠানো হয়েছে, বিস্তারিত পরে জানা যাবে।’



মন্তব্য চালু নেই