নির্জন দ্বীপে বালির ওপর এসওএস বার্তা খোঁজ দিল দম্পতির

আমেরিকার এক নির্জন মরুদ্বীপে আটকা পড়েছিলেন এক দম্পতি। অসহায় অবস্থায় তখন তাঁদের একটাই লক্ষ্য কীভাবে উদ্ধার হবেন। চলছে সমস্তরকম চেষ্টা। অবশেষে বালির ওপরই লেখেন এসওএস বার্তা। তা চোখে পড়ে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর। সেই বার্তা দেখেই উদ্ধার করা হয় ওই দুই ব্যক্তিকে।

মার্কিন সেনার এক আধিকারিক জানিয়েছেন, ওই দম্পতির কাছে ছিল না কোনও আপদকালীন সরঞ্জাম। ১৮ ফুটের একটি নৌকা করে দুজনে গত ১৭ অগাস্ট ওয়েনো দ্বীপ থেকে জলপথে যাত্রা শুরু করেছিলেন। পরদিনই টমাটম দ্বীপে পৌঁছনোর কথা ছিল তাঁদের। কিন্তু ১৯ অগাস্টের পর থেকে তাঁদের খোঁজ মিলছিল না।

মার্কিন সেনা সূত্রে খবর, চাক স্টেট দ্বীপের কাছে একটি নৌকা থেকে আলোর সংকেত পান তাঁরা। সেখান থেকে আইওএস বার্তা দেন ওই দম্পতি। তা দেখেই তাঁদের উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী।-এবিপি আনন্দ



মন্তব্য চালু নেই