নিজ দলের কর্মী খুন, দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

দুই পক্ষের কোন্দলে ছাত্রলীগের একজন কর্মী ছুরিকাঘাতে নিহত হওয়ার পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামিম হাসানকে সাময়িক বরখাস্ত করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সাত্তার জানান। এই পরিস্থিতিতে বিকালে জরুরি বৈঠক করে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয় বলে উপাচার্য আব্দুস সাত্তার জানান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সোমবার রাত ৯টা এবং ছাত্রীদের মঙ্গলবার সকাল ৯টার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ অভিযোগ করেন, দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামিম হাসানের নেতৃত্বে ৫/৬ জন যুবক রিয়াদের ওপর হামলা করে।

ছুরিকাঘাতে মারাত্মক জখম রিয়াদকে যশোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



মন্তব্য চালু নেই