নিখোঁজরা স্বেচ্ছায় ফিরে আসুন, নইলে খুঁজে এনে ব্যবস্থা

সম্প্রতি জঙ্গি তৎপড়তায় জঙ্গি হামলার পর যারা পরিবার থেকে নিখোঁজ আছেন তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছে ডিএমপি। স্বেচ্ছায় ফিরে না এলে খুঁজে এনে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

মঙ্গলবার (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি জানান, সম্প্রতি জঙ্গি হামলাগুলোতে দেখা গেছে জড়িতরা অনেকেই পরিবার থেকে আগেই নিখোঁজ হয়েছিলেন। বিষয়টি গোচরে আসার পর নিখোঁজদের তালিকা তৈরি করা হচ্ছে। কারা কী কারণে নিখোঁজ আছে সে বিষয়েও অনুসন্ধান করছে পুলিশ।

তিনি বলেন, ‘যারা না জানিয়ে বিদেশে গেছেন, তারা ফিরে আসুন। আর যারা দেশেই আছেন পরিবারের কাছে ফিরে যান। স্বেচ্ছায় ফিরে না আসলে প্রত্যেককে খুঁজে এনে আইনের আওতায় আনা হবে।’



মন্তব্য চালু নেই