নিখোঁজদের তালিকা প্রকাশ করলো র‌্যাব

সারা দেশে নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এদের বিস্তারিত পরিচয় থাকলেও এই তালিকায় সবার ছবি নেই।

মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাবের ফেসবুক পাতায় এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় বেশিরভাগই কিশোর ও তরুণ। এদের অনেকেই বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা পড়ুয়া।

সম্প্রতি গুলশান ও শোলাকিয়া হামলার পর হামলাকারীদের প্রশংসা করে এবং আরো হামলার হুমকি দিয়ে ইউটিউবে প্রকাশিত ভিডিওতে যে তিন তরুণকে দেখা গিয়েছিল তারাও এই তালিকায় আছে। এদের একজন ক্লোজআপ তারকা তাহমিদ এবং আরেকজন জনপ্রিয় এক মডেলের সাবেক স্বামী বলে জানা গেছে।

এ ছাড়া সন্ত্রাসী হামলায় তরুণদের জড়িত থাকা এবং তারা সবাই বেশ কিছু দিন ধরে নিখোঁজ ছিল এমন প্রমাণ পাওয়ার পর নিখোঁজ আরো অনেক তরুণের তথ্য আসতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী এমন শতাধিক জনের নামের তালিকা পাওয়ার কথা জানায়। এর মধ্যে ১০ জনের ছবিসহ বিস্তারিত পরিচয় ইতিমধ্যে প্রকাশ করে সন্ধান চাওয়া হয়েছে। এদের মধ্যে একজন পরিবারের কাছে ফিরে এসেছে বলে নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

র‌্যাব বলেছে, দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে সাম্প্রতিককালের নিখোঁজ ব্যক্তিদের নামের এ তালিকা প্রকাশ করা হলো। এসব ব্যক্তির খোঁজ জানতে পারলে নিকটস্থ র‌্যাব ক্যাম্প /ব্যাটালিয়নে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

মোবাইল : ০১৭৭৭৭২০০৫০
ফেসবুক : https://www.facebook.com/rabonlinemediacell/
ইমেইল : [email protected]

প্রসঙ্গত, তরুণরা নানাভাবে প্রভাবিত হয়ে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে দেশ ছাড়ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। গুলশান হামলায় অংশগ্রহণকারী পাঁচ তরুণও এভাবে আইএসে যোগ দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে সপরিবারে দেশ ছেড়ে যাওয়ার নজির ছিল না। ডা. রোকনুদ্দিনের ঘটনাটিই প্রথম। তবে গত বছর ব্রিটেন প্রবাসী এক বাংলাদেশি পরিবারের ১১ সদস্য সিরিয়া গিয়ে একসাথে আইএসে যোগ দেয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছিল।

নিখোঁজদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই