নাশকতা রোধে পাবনায় জেলা আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
নৈরাজ্য ও নাশকতা রোধে পাবনা জেলা আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সোমবার বিকেল ৩ টার সময় পাবনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী বিভাগের পুলিশের ডিআইজি ইকবাল বাহার, বিজিবি-৩৭ ব্যাটালিয়ানের কোম্পানী কমান্ডার কর্ণেল শাজাহান সিরাজ, কর্ণেল আরিফ চৌধুরী, কেএম ফেরদৌসুল হক, পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লালসহ বিভিন্ন স্তরের জন প্রতিনিধি, সাংবাদিক, বাস-ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ, পাবনার ৯টি উপজেলার নির্বাহী অফিসারগন উপস্থিত ছিলেন।
সভায় রাজনীতির নামে চলমান নৈরাজ্য ও নাশকতা রোধে প্রশাসনের আরো জোড়ালো ভূমিকা ও দায়িত্ব পালনের নির্দেশ দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের জনগনের জানমাল ও শিক্ষার্থীদের চলমান এসএসসি পরীক্ষা নির্বিঘেœ পরিচালনার জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন। সন্ত্রাসীরা কোন দলের নয়, এদের কাজ বোমা মেরে আগুন দিয়ে জানমালের ক্ষতি করা। সুতরাং সন্ত্রাস ও নাশকতা রোধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।
মন্তব্য চালু নেই