নাশকতার ৪ মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক ৪ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১০৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ।

সোমবার (৬ জুন) ঢাকার সিএমএম আদালতে দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) রায়হানুজ্জামান তিন মামলায় ও মোহাম্মদ জুবায়ের এক মামলায় অভিযোগপত্র দাখিল করেন। চার মামলায় খালেদাসহ আসামি করা হয় ১০৩ জনকে।

খালেদা জিয়া ছাড়াও অভিযোগপত্র (চার্জশিট) উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির নিবাহী কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

২০১৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে দারুস সালাম থানার বিভিন্ন এলাকায় বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাগুলো দায়ের করে পুলিশ।



মন্তব্য চালু নেই