নাশকতার চার মামলায় রিজভীর জামিন

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্য কাজে বাধা-দানের অভিযোগে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা চার মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগীল হোসেন লিওন।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।



মন্তব্য চালু নেই