নারায়ণগঞ্জে সাত খুন মামলায় ২২ আসামিকে কারাগারে প্রেরণ
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার ২২ আসামিকে বিচারিক কাজ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশনা অনুযায়ী আজ রবিবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে মামলার নিয়মিত হাজিরা শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
ত ৯ এপ্রিল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মামলার অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে র্যাবের প্রাক্তন তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার এম এম রানাসহ ২৫জন র্যাব সদস্য ও নূর হোসেনের ৯ সহযোগীসহ মোট ৩৫জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত নুর হোসেন বর্তমানে ভারতে কারাগারে আটক রয়েছেন।
আগামী ৭ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
মন্তব্য চালু নেই